• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

প্রস্তাব আসছে, তবে ভালো আসছে না


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২০, ০১:৩৪ পিএম
প্রস্তাব আসছে, তবে ভালো আসছে না

ফাইল ছবি

ঢাকা : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন। এরপর জানান দিলেন তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের স্ত্রী। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু তাদের সংসার বেশি দিন টেকেনি। ফলে একমাত্র পুত্রকে নিয়ে একাই থাকেন অপু।

এদিকে এক সময় তার ছবি ছাড়া অন্য কোনো নায়িকার সিনেমা হলে চলতই না। দর্শকদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন। এখন আবার তাকে নিয়মিত হতে দেখা গেছে।

এখন তার কাজের কী খবর জানতে চাওয়া হলে অপু উত্তরে বলেন, কাজ করা হচ্ছে না। আর ওই রকমভাবে ভালো কোনো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি। হলে পরে করব।

সম্প্রতি তিনি ‘প্রিয় কমলা’ সিনেমার কাজ শেষ করেছেন। ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ড সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছে। সেজন্য ছবিটি মুক্তি পায়নি। ছবিটি মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বর্তমানে এই চিত্রনায়িকা ‘ছায়াবৃক্ষ’ শিরোনামে আরো একটি সিনেমায় কাজ করছেন। এই সিনেমার অর্থনৈতিক জটিলতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। এই সিনেমার যে আপডেট পাওয়া গেল অপুর কাছে, সেটা হচ্ছে, কাজ এখনো বাকি আছে। ৬০ ভাগ হয়েছে, এখনো ৪০ ভাগ বাকি। জানুয়ারিতে বসে আমি শিডিউল দিতে পারব।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!