• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দীপিকার স্বপ্নপূরণ করলেন হৃতিক!


বিনোদন ডেস্ক জানুয়ারি ১১, ২০২১, ০৮:৪০ এএম
দীপিকার স্বপ্নপূরণ করলেন হৃতিক!

ঢাকা: ১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের জন্মদিন। স্বাভাবিকভাবেই এই দিনে উপহারের স্তূপে ঢেকে থাকবেন এই বলিউড সুপারস্টার। তবে এরমধ্যেই উল্টো যেন দীপিকা পাড়ুকোনকেই উপহার দিলেন তিনি। যার প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখলেন, ‌‘স্বপ্ন সত্য হলো’।

জন্মদিন উপলক্ষে নতুন ছবি ‘ফাইটার’-এর প্রথম টিজার প্রকাশিত করেছেন হৃতিক। এতে দেখা যায়, ছবিতে তার বিপরীতে আছেন দীপিকা।

দু-দিন আগেই ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে ‘বড় সেলিব্রেশন’-এর ঘোষণা দিয়েছিলেন ‘ট্রিপল এক্স’খ্যাত এই অভিনেত্রী। আর তার প্রতাশ্য মতোই আজ (১০ জানুয়ারি) জন্মদিনে সেই বড় সেলিব্রেশনের রহস্য উন্মোচন করলেন খোদ হৃতিক।

অন্যদিকে, দীপিকার পছন্দের নায়ক হলেন হৃতিক। কিন্তু তাদের কাজের সূচি কোনোভাবেই মিলছিল না। নতুন ছবির ফলে দুই তারকার ভক্তদেরও বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে- প্রথমবারের মতো রূপালি পর্দায় একসঙ্গে জুটিতে আসছেন হৃতিক-দীপিকা। যা পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ।

হৃতিককে শেষ দেখা গেছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমাতে। মূলত এর পরিচালকই নতুন ছবিটি নির্মাণ করছেন।

চলচ্চিত্রটি নিয়ে হৃতিক টুইটারে লেখেন, ‘আপনাদের সামনে নিয়ে এলাম মারফ্লিক্সের (প্রযোজনা সংস্থা) ভাবনা, ফাইটার হিসেবে! অসাধারণ দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথম যুদ্ধের জন্য প্রস্তুত আমি। সিদ্ধার্থ আনন্দের এই ছবিটা একটা আনন্দে ভরা জার্নি হতে চলেছে’।

জানা যায়, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ‘ফাইটার’ মুক্তি পাবে। এতে হৃতিককে এক সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!