• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছেলের, শ্রাবন্তীকে জড়িয়ে কটাক্ষ নেটাগরিকদের


বিনোদন ডেস্ক জানুয়ারি ২০, ২০২১, ০৪:৩৪ পিএম
প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছেলের, শ্রাবন্তীকে জড়িয়ে কটাক্ষ নেটাগরিকদের

ঢাকা : বলিউড তারকাদের মতো টালিউডও অবসর যাপনের জন্য বেছে নিয়েছে মরু শহর রাজস্থানকে। রণবীর-দীপিকা, রণবীর-আলিয়ার মতোই বালির দেশে হারিয়ে গিয়েছিলেন যশ-নুসরাত, তনুশ্রী চক্রবর্তীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউডের ‘স্টারকিড’ অভিমন্যু চট্টোপাধ্যায়।

শ্রাবন্তীর একমাত্র ছেলে তার সুন্দরী প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে ছুটি কাটিয়েছেন রাজস্থানে। রাখঢাক না করেই ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই তাকে ‘জান’ সম্বোধন করে প্রেমিকের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করেছেন দামিনী।

লাভ বার্ডসের এই ‘পিডিএ গোলস’ দেয়া হজম করতে পারেনি নেটাগরিকরা। মা শ্রবন্তীকে জড়িয়ে নানা কুমন্তব্য ধেয়ে আসে অভিমন্যুর দিকে। কেউ খোঁচা দিয়ে লিখলেন, প্রার্থনা করি সারা জীবন যেন এক জনের সঙ্গেই কাটাও, কেউ আবার লিখেছেন, মা-ছেলে একদম রেডি নতুন অ্যাফেয়ারের জন্য। ট্রোলের হাত থেকে রেহাই পাননি দামিনীও। ‘গোল্ড ডিগার’, ‘শাকচুন্নি’র মতো কটাক্ষ এসেছে তার দিকে।

প্রেমিকার সঙ্গে ছবি দিলেও, অভিমন্যুর পোস্টে ‘চেক-ইন’ ছিল ব্রাত্য। কিন্তু দামিনী তার প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করে রাজস্থানে চেক-ইন করেছিলেন। সেখান থেকে দু’য়ে দু’য়ে চার করে হিসাব মিলিয়ে নিতে অসুবিধা হয়নি কারোরই।

ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তিত নন শ্রাবন্তী। এই বয়সে প্রেমের সম্পর্কে জড়ানোকে স্বাভাবিক বলেই মনে করেন অভিনেত্রী।

তিনি জানিয়েছিলেন, ছেলে অভিমন্যু এবং তার বান্ধবী এ ধরনের ট্রোল বা কুরুচিকোর মন্তব্যে কর্ণপাত করেন না। নিজেদের মতো করে নিজেদের শর্তে বাঁচতে বিশ্বাসী তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!