• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

২০২১ বাংলা সিনেমার সম্ভাবনার বছর


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৪:০৫ পিএম
২০২১ বাংলা সিনেমার সম্ভাবনার বছর

ঢাকা : অনেকেই ভেবেছিলেন ২০২০ বাংলা সিনেমার নব জাগরণের বছর হবে। এক ঝাঁক তারকাসমৃদ্ধ এক ডজনেরও বেশি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু করোনা মহামারির কারণে শুটিং শেষ করা অনেক বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

এখন চলচ্চিত্র সংশ্লিষ্টরা ২০২১ ঘিরে আবার আশায় বুক বাঁধছেন। অনেক ছবি সেন্সরের জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এর মধ্যে আবার বড় বাজেটের বেশ কিছু সিনেমার শুটিং শুরু হয়েছে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘বিদ্রোহী’, ‘পাপপুণ্য’, ‘হাওয়া’, ‘বিক্ষোভ’, ‘শান’, ‘রিকশা গার্ল, ‘জ্বীন’, ‘ক্যাসিনো’, ‘দিন দ্য ডে’, ‘বর্ডার’, ‘পরান’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’সহ বেশ কটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘স্ফুলিঙ্গ’, ‘১৯৭৫ সেইসব দিন’, ‘আদম’, ‘জ্যাম’, ‘গাঙচিল’, ‘বীরত্ব’, ‘ঢাকা ২০৪০’, ‘গিরগিটি’, ‘আগুন’, ‘সিক্রেট এজেন্ট’, ‘ওস্তাদ’, ‘উন্মাদ’ এই ছবিগুলোর মধ্যে কিছু ছবির শুটিং শেষের পথে।

আবার কিছু ছবির শুটিং মাঝপথে। সব কটি ছবিই মুক্তি পেতে এ বছরের শেষ দিন পর্যন্ত লেগে যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ ফিরলেই প্রযোজকরা মুক্তি দেবেন ছবিগুলো। এসব চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই মনে করছেন, করোনার প্রকোপ একটু কমে আসছে। আর দু’এক মাসের মধ্যে সব কিছু স্বাভাবিক হবে, নতুন দু’একটি ছবি মুক্তি পেয়েছে। দর্শকই হলমুখী হচ্ছেন। প্রযোজকেরাও লোকসানের ভয় কাটিয়ে ছবি মুক্তি দিতে আগ্রহী হবেন।

এদিকে চলতি মাসেই ভালোবাসা দিবস ঘিরে মুক্তি পেতে পারে বড় বাজেটের ছবি। তেমনই আভাস দিলেন রায়হান রাফি। তিনি শরীফুল রাজ, ইয়াশ রোহান ও মিম অভিনীত ‘পরান’ ছবির পরিচালক। এই পরিচালক বললেন, ‘প্রযোজক চান ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাক ছবিটি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

বড় পর্দায় মুক্তির তালিকায় আছে নূরুল আলম আতিকের তিন সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’ ও ‘মানুষের বাগান’। পূজা চেরি, রোশান ও সজল অভিনীত ‘জ্বীন’, অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ এ মাসের শেষের দিকে মুক্তির সম্ভাবনা আছে।

মার্চে মুক্তি পেতে পারে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’। ছবিটিও এখন সেন্সরে। এর পরিচালক বলেন, ‘সেন্সরের পর মাস দুয়েক প্রচার প্রচারণার সময় রাখতে চাই। তারপর ছবিটির মুক্তি দিতে চাই। সেটা হতে পারে মার্চ মাস।’

মার্চে ‘ক্যাসিনো’ ও ‘বর্ডার’ নামে আরো দুটি ছবি মুক্তির কথা জানালেন ছবি দুটির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন ‘এই পরিস্থিতির মধ্যেও মোটামুটি আলোচনায় ছিল ‘বিশ্বসুন্দরী’। ফলে একটা আশা তৈরি হয়েছে। আশা করছি, মার্চ মাস আসতে আসতে পরিস্থিতি আরও ভালো হবে।’ ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তির কথা আগামী ২৬ মার্চ।

তবে সবচেয়ে বেশি ছবি মুক্তির হিড়িক পড়বে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘিরে। ২০২১ সাল হতে পারে সিনেমার জন্য দুর্দান্ত সম্ভাবনার বছর। বড় বাজেট ও ভিন্ন গল্পের তারকাসমৃদ্ধ অনেক ছবি মাতাতে পারে প্রেক্ষাগৃহ এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!