• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

শেষ ইচ্ছা পূরণ হলো না এটিএম শামসুজ্জামানের


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৩:০১ পিএম
শেষ ইচ্ছা পূরণ হলো না এটিএম শামসুজ্জামানের

ফাইল ছবি

ঢাকা : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ০৬ মিনিটে কান্নাজড়িত কণ্ঠে কোয়েল আহমেদ বলেন, ‘আব্বা আর নেই। আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। আমি রাত ২টা ৩০ মিনিটে আব্বার বাসায় আসছি।’

এদিকে কিংবদন্তি এই অভিনেতা অভিনয়ের মাধ্যমে সারাদেশে সমাদৃত ছিলেন। তবে ধর্মকর্মতেও বেশ সক্রিয় ছিলেন। নারিন্দাতে এক হুজুরের মুরিদ ছিলেন তিনি। এতটাই ধর্মপ্রাণ ছিলেন যে জীবদ্দশায় ১১ বার হজ করেছেন এটিএম। তবে তার খুব ইচ্ছা ছিল আরও একবার মক্কা যাওয়ার। কিন্তু অভিনেতার সেই ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো। ১২তম বার হজ করা হলো না তার।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাসায় বসে সাংবাদিকদের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হলো না।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বর্ষীয়ান এ অভিনেতাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তার মেয়ে কোয়েল আহমেদ জানিয়েছিলেন, তার বাবার অবস্থার উন্নতি হয়েছে। পরে শুক্রবার বিকেলে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে আসা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!