• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সিনেমায় মিথিলার অভিষেক, নায়ক নিরব


বিনোদন ডেস্ক মার্চ ২১, ২০২১, ০৩:৪৭ পিএম
সিনেমায় মিথিলার অভিষেক, নায়ক নিরব

সংগৃহীত ছবি

ঢাকা: প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী-উপস্থাপক রাফিয়াথ রশিদ মিথিলা। চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় পথচলা শুরু হচ্ছে তার।

অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে দেখা যাবে তাদের রসায়ন। গত ২০ মার্চ তারা চুক্তিবদ্ধ হয়েছেন। একসঙ্গে ছবিও তুলেছেন।

আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির চিত্রায়ন শুরু হবে। এরপর নিরব ও মিথিলা যাবেন বান্দরবান ও রাঙামাটিতে।

রোববার (২১ মার্চ) দুপুরে নিরব সাংবাদিকদের জানিয়েছেন, বনজঙ্গলে থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘অমানুষ’-এর চিত্রনাট্য। এটি অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে।

মিথিলার সঙ্গে ১৪ বছর পর কাজ করতে যাচ্ছেন জানিয়ে নিরব বলেন, তার (মিথিলা) জনপ্রিয়তা আছে সবশ্রেণিতে। তিনি নিঃসন্দেহে মেধাবী। বড় পর্দায় তার যুক্ত হওয়াটা আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ব্যাপার।

নিরব ও মিথিলা ২০০৫ সালে প্রথমবার অমিতাভ রেজার নির্দেশনায় একটেল মোবাইল ফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এর পরের বছর তারিক আনাম খানের পরিচালনায় রুচির একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করেন তারা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!