• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এবার করোনায় আক্রান্ত আলিয়া ভাট


বিনোদন ডেস্ক এপ্রিল ২, ২০২১, ১২:৪৫ পিএম
এবার করোনায় আক্রান্ত আলিয়া ভাট

ঢাকা : এবার করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে তার প্রেমিক রণবীর কাপুরও করোনায় আক্রান্ত হয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন আলিয়া।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার সঞ্জয় লীলা বানশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে একটি গানের দৃশ্যের শুটিং করেন আলিয়া। সেই সময়ই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। 

এরপর স্থগিত হয়ে যায় শুটিংয়ের সব কাজ। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবেকে আলিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালি প্রযোজনা সংস্থার প্রোডাকশন হেড চেতন।

মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, ‘ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছি। বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’ 

প্রসঙ্গত, গত ৯ মার্চ রণবীর কাপুরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। গত সপ্তাহে করোনা থেকে সেরে উঠেছেন রণবীর। 

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!