• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সপরিবারে ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন আলমগীর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৪:৪৮ পিএম
সপরিবারে ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন আলমগীর

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ সম্পন্ন করলেন কিংবদন্তি দম্পতি আলমগীর-রুনা লায়লা। 

শনিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতালে তারা টিকাটি গ্রহণ করেন।

তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এই দম্পতি সপরিবারে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

রুনা লায়লা বলেন, যারা ভ্যাকসিন নিতে এখনও দ্বিধায় আছেন বা অনিচ্ছুক, তাদের সবাইকে বলবো এটা একেবারে নিরাপদ। আমি সবাইকে দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার নিজের সুরক্ষা এবং আপনার পরিবারসহ চারপাশের সকলের জন্য যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিন। আল্লাহ সবার মঙ্গল করুক।

আঁখি আলমগীর বলেন, ২য় ডোজ নেওয়ার পর সবাই একটু স্বস্তি পেলাম। কিন্তু আমরা জানি, এরপরেও মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনেই আমাদের চলতে হবে। এছাড়া উপায় নেই।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!