ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা আলমগীর। বর্তমানে সেখানে ভালোই আছেন তিনি।
কিন্তু গতকাল রোববার রাত থেকে এই অভিনেতার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়।
তার মেয়ে আঁখি আলমগীর সোমবার গণমাধ্যমে বলেন, ‘বাবা আগের চেয়ে বেশ ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ ও সুচিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমন খবর কেন ছড়ানো হচ্ছে তা বুঝতে পারছি না। এখন কি গুজব ছড়ানোর সময়? যারা গুজব ছড়াচ্ছেন তাদের বলছি, আসুন মানুষ হন।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আলমগীর ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এমন সময় আমাদের উচিত গুজব না ছড়িয়ে তার জন্য দোয়া করা। তার পরিবারের পাশে থাকা।’
১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রযোজনা ও পরিচালনা করেছেন বেশ কয়েকটি সিনেমা।
অভিনয় করে নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :