• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ম্যাংগো শাড়ি পরে জয়ার ঈদবার্তা


বিনোদন ডেস্ক মে ১৫, ২০২১, ০৯:৩৪ এএম
ম্যাংগো শাড়ি পরে জয়ার ঈদবার্তা

ঢাকা : ঈদুল ফিতরে জয়া আহসান হাজির হয়েছেন নতুন সাজে, নতুন শাড়িতে। ঈদের শুভেচ্ছা জানালেন সেই শাড়ি পরেই। সবার মঙ্গল কামনা, শান্তি সমৃদ্ধি কামনা করেছেন তিনি। ফেসবুকে জয়ার পোস্ট দিয়েছেন, ‘হোপিং দিস ঈদ ব্রিংস জয় অ্যান্ড হ্যাপিনেস ইন অল আওয়ার লাইভস।'

'ম্যাংগো শাড়ি' তার খুবই পছন্দ। ভক্তদের সেকথা জানিয়ে দিয়েছেন। উপভোগ করছেন ভক্তরাও। সেটা বোঝা যায় ফেসবুক দেখে। ১১ ঘণ্টায় জয়ার পোস্টে ৯০ হাজারের বেশি লাইক-লাভ, ৮ হাজার ৩শ'র বেশি মন্তব্য। সঙ্গে নানা ধরনের ছবি দিচ্ছেন ভক্তরা। প্রিয় অভিনেত্রীকে জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা।

এক ভক্ত লিখেছেন, 'একজন নারী যিনি তার শ্রম ও মেধা দিয়ে এতদূর এসেছেন। যিনি তার তারুণ্য ধরে রেখেছেন, যেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। হ্যাঁ, তিনি থেমে যেতে পারতেন। কিন্তু যাননি। আমি তার ছবিতে কমেন্ট করি, কেননা তিনি অনেক ক্ষেত্রে আমারও অনুপ্রেরণা।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!