• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রেমিকের কমতি ছিল না নুসরাতের, থেকেছেন একসঙ্গেও


বিনোদন ডেস্ক জুন ১৪, ২০২১, ১২:০৪ এএম
প্রেমিকের কমতি ছিল না নুসরাতের, থেকেছেন একসঙ্গেও

ঢাকা : যারা ভেবে থাকেন মানুষের জীবনে প্রেম একবারই আসে, তাদের ভাবনা ভুল। মানুষের জীবনে প্রেম বারবার আসে। একজন মানুষ কখন, কোথায় ও কীভাবে প্রেমে পড়বে—এটা আগে থেকে কেউই বলতে পারে না। কখনো কখনো প্রেম হয়ে ওঠে মানুষের নিয়তি ও পরিণতি।

টলিউড তারকা নুসরাত জাহানের কথা ধরা যাক। গুনে গুনে চার পুরুষের ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছেন। তবে এখন প্রাক্তন তিন প্রেমিকের অধ্যায় শেষ করে চতুর্থ প্রেমিকের বুকেই মাথা রেখে সুখ অনুভব করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, এই প্রেমিকের সন্তানের মা হতে চলেছেন তিনি।     

নুসরাতের প্রেমিকেরা—

কাদের খান: ঘটনা ২০১২ সালের। নুসরাত জাহান তখন টালিগঞ্জ চলচ্চিত্রে কেবল পা রেখেছেন। অভিনয় করেছেন একটি ছবিতে। কথা ছিল সিনেমার ক্যারিয়ারটা গুছিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রেমিক কাদের খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সেই লক্ষ্যে তারা বাগদানও সেরে ফেলেছিলেন। ঠিক তখনই কলকাতার পার্কস্ট্রিটে এক গণধর্ষণের ঘটনায় নাম উঠে আসে কাদের খানের।

যদিও ওই ঘটনার পর নুসরাত জাহান চেষ্টা করেছিলেন কাদের খানতে বাঁচানোর। অভিযোগ ওঠে, ঘটনার পর কাদের খানকে ‍মুম্বাইতে পালাতে সাহায্য করেন নুসরাত। পরবর্তীতে সেখানে গিয়েও কাদের খানের সঙ্গে দেখা করেন তিনি। যে হোটেলে তারা ছিলেন সেই হোটেলের রেজিস্ট্রার খাতায় তার প্রমাণও মিলেছে।

ভিক্টর ঘোষ: জামশেদপুরের এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ছোটবেলার বন্ধু ভিক্টর ঘোষের সঙ্গে থাকতেন নুসরাত। টলিউডের এক প্রযোজকের সঙ্গে তার নাম জড়ানোর পর তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে, তার বন্ধুর সঙ্গে তিনি ‘লিভ-ইন’ রিলেশনশিপে রয়েছেন। তার সঙ্গেই থাকেন। শোনা গিয়েছিল, ভিক্টরকে বিয়েও করেছিলেন তিনি। রেজিস্ট্রি হওয়ার ফলে আইনের সাহায্য নিয়ে শেষে ভিক্টরের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে হয়েছিল নুসরাতের।
 
ভিক্টরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ভিক্টরের নামে একটি ট্যাটুও করিয়েছিলেন নুসরাত। তার বুকে আঁকা এই ট্যাটু বহুবারই চোখ টেনেছে সকলের। তবে ভিক্টরের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের সঙ্গে সংসার পাতার আগে তিনি ‘ভিক্টর’ বদলে ‘ভিক্ট্রি’ করে দেন, অর্থাৎ একটি ‘ওয়াই’ যুক্ত করে দেন নায়িকা।

নিখিল জৈন: কাপড় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে নুসরাতের প্রেম ছিল খোলামেলা। নিখিল নিজেই এই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। ২০১৯ সালের ১৯ জন ওয়েডিং ডেস্টিনেশনে তুরস্কে বিয়ে করেন। যদিও বিয়ের এক বছরের মাথায় তাদের সংসারে ভাঙন ধরে। আলাদা থাকতে শুরু করেন তারা। চতুর্থ প্রেমিকের আগমণ ঘটে নুসরাতের জীবনে। তারই সন্তানের মা হতে চলেছেন তিনি। এই খবর নিখিল জানার পর দেওয়ানি মামলা করেন। এরপর চটে গিয়ে নুসরাত জানান, নিখিলের সঙ্গে বিয়ে হয়নি। সহবাস করেছেন তিনি। তার এমন মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া। নুসরাতের এমন কথার পর নিখিল জানান, সকল রকমের সুবিধা আদায়ের পর তার সঙ্গে সংসার করতে চাইছেন না তিনি।

যশ দাশগুপ্ত: গেল বছর ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় থেকে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। পাহাড়ে কিংবা মাজারে—সবখানে তারা একসঙ্গে থেকেছেন। এমনকি নুসরাতের বালিগঞ্জের ফ্ল্যাটে ছয় মাস ধরে একসঙ্গে থাকছেন যশরাত। তবে তারা বিয়ে করেছেন কি না—জানা যায়নি। যদিও নুসরাতের গর্ভে যশের সন্তান। শুক্রবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে।

নুসরাতের এমন প্রেমিক বদল ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। তারা মনে করছেন, মোটা টাকার লোভেই বারবার সম্পর্কে জড়াচ্ছেন নুসরাত। প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেন। তাই এখন দেখার বিষয়, নুসরাতের চতুর্থ প্রেম কতোদিন স্থায়ী হয়!  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!