• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনলেন পরীমনি (ভিডিও)


বিনোদন প্রতিবেদক জুন ১৪, ২০২১, ১২:৩১ এএম
যার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনলেন পরীমনি  (ভিডিও)

ঢাকা : রাজধানীর উত্তরা রোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যচেষ্টার অভিযোগ আনলেন চিত্রনায়িকা পরীমনি। ওই ব্যক্তি তাকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন। রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে তিনি সংবাদমাধ্যমে এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, নাসির উদ্দিন আহমেদ পুলিশের আইজিপি বেনজির আহমেদের বন্ধু বলে পরিচয় দেন। আমি তার কিছুই করতে পারব না বলে হুমকি দিয়েছেন। পুলিশের সাহায্য চেয়েও আমি কোনো সাহায্য পাইনি।

পরী আরও বলেন, আমি আত্মহত্যা করার মতো মেয়ে না। যদি আমি মারা যাই তাহলে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমি মরে গেলে আপনারা এর বিচার করবেন।”

এর আগে রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযোগ আনেন হত্যাচেষ্টারও।

ফেসবুক পোস্টে পরী লেখেন, বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমনি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে ‘দেখছি’ বলে চুপ হয়ে যায়।

তিনি আরও লেখেন, আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কী করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্যে দরকার।

দেখতে ক্লিক করুন...

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!