• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কোপা আমেরিকার ফাইনাল ঘিরে শোবিজ তারকাদের বিভক্তি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২১, ০৪:২৬ পিএম
কোপা আমেরিকার ফাইনাল ঘিরে শোবিজ তারকাদের বিভক্তি

ছবি : কোপা আমেরিকার ফাইনাল ঘিরে শোবিজ তারকা

ঢাকা: কোপা আমেরিকার ফাইনাল ঘিরে এই মুহূর্তে জ্বরে কাঁপছে ফুটবল বিশ্ব। ২০০৭ সালের পর আবারও মুখোমুখি দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদন্ধী দু’টি দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এ খেলাকে কেন্দ্র করে অন্য সকলের মতো শোবিজ তারকাদের মধ্যেও রয়েছে উত্তেজনা। জমজমাট ফাইনালকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীরা যেমন দু’ভাগে বিভক্ত হয়েছেন তেমনি তারকারাও। 

এই যেমন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রি নুসরাত ইমরোজ তিশা একই ছাদের নিচের থাকলে দু’জনের পছন্দ আলাদা। ফারুকী ব্রাজিল সমর্থন করলেও তিশা আর্জেন্টিনার পাঁড় ভক্ত। দু’জনই ফাইনাল দেখতে বসবেন প্রিয় দলকে সমর্থন করতে।

অন্যদিকে তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি সমর্থন করেন ব্রাজিল। দু’জনের পছন্দ এক হওয়ায় তাদের চাওয়াও থাকছে এক। শিরোপাও দেখতে চান সেলেকাওদের হাতে।

অভিনেত্রী অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক করেন। অন্যদিকে ছেলে আব্রাম খান জয় ছোট বলে সমর্থন করার মতো বয়স এখনও তার হয়নি। তবে ব্রাজিল সমর্থক মা তাকে পরিয়ে দিয়েছেন প্রিয় দলের জার্সি। এদিকে চঞ্চল চৌধুরী ও তার সন্তান শুদ্ধর আর্জেন্টিনার সমর্থক। বাবার পছন্দের প্রভাব পড়েছে সন্তানের ওপর কিছুটা হলেও আঁচ করা যায়। 

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ছোট থেকেই সমর্থন করেন আর্জেন্টিনা। ফুটবল ভালোবাসেন। সময় পেলে খেলা দেখেন। কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে বসবেন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করতে।

অন্যদিকে ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ অপূর্ব সমর্থন করেন ব্রাজিল। হলুদ জার্সি পরে টিভি স্ক্রিনের সামনে থাকবেন প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে। কণ্ঠশিল্পীদের মধ্যে আসিফ আকবর, আঁখি আলমগীর সমর্থন করেন ব্রাজিল। কোপার ফাইনাল দেখবেন হাজারো ব্যস্ততার মাঝেই।

নতুন কণ্ঠশিল্পীদের মধ্যে কর্ণিয়া আর ঝিলিক মেসির আর্জেন্টিনার সমর্থক। সকালে হলেও ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ মিস করবে না তারা। অভিনেতা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ছোট বেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন। ম্যারাডোনা থেকে মেসি- সবাইকেই তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন; তাদের খেলা ভালো লাগে। কোপাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়ে যেন আরও চাঙা আর্জেন্টিনার এ সমর্থক।

উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনাল শুরু হচ্ছে ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায়। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!