• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২১, ০৪:৫০ পিএম
অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!

ছবি : নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত

ঢাকা: টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত প্রকাশ্যে কিছু না বললেও আকার-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিচ্ছেন প্রেমের কথা। এসকল আকার-ইঙ্গিত আলোচনা-সমালোচনা উঠছে নিয়মিত। 

একদিকে নুসরাত জাহান মা হচ্ছেন, অন্যদিকে সেই সন্তানের পিতা হিসেবে যশের নাম ঘুরে বেড়াচ্ছে বাতাসে। এসব বিতর্কের মাঝেই স্ট্রেস কমাতে কখনো তারা জিম করছেন, কখনো প্রিয় পোষ্যকে নিয়ে মেতে উঠছেন খুনসুটিতে।

এবার নুসরাত ও যশ একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। যদিও তাদেরকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যায়নি। তবে তাদের ছবি তোলার স্থান এক হওয়ার সুবাদে দুইয়ে দুইয়ে চার মিলে গেছে।

শনিবার (১০ জুলাই) ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন যশ। তাতে দেখা যায়,  গাঢ়নীল শার্ট আর জিন্স পরে একটি সাদা পিলারের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন কালো রঙের একটি হার্ট চিহ্ন।

এর এক ঘণ্টা পর নুসরাতও দুটি ছবি পোস্ট করেন তার ইনস্টা অ্যাকাউন্টে। তার পরনে কালো রঙের পোশাক। এবং তার ব্যাকগ্রাউন্ডেও রয়েছে একই স্থান। তিনিও ক্যাপশনে রেখেছেন হার্টের ইমোজি। বোঝার বাকি নেই, একসঙ্গে থাকার সময়টাকে দারুণ উপভোগ করছেন তারা।

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!