• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কারিনার কয়েক মাসের শিশুও কটাক্ষের শিকার!


বিনোদন ডেস্ক জুলাই ১২, ২০২১, ০৪:০১ পিএম
কারিনার কয়েক মাসের শিশুও কটাক্ষের শিকার!

ঢাকা: কটাক্ষ, নিন্দা, সমালোচনা যেন পিছু ছাড়ছে না কাপুর পরিবারের। সমালোচনা থেকে বাদ পড়ছে না কয়েক মাসের শিশুও। ২১ ফেব্রুয়ারি করিনা কাপুর খানের কোল আলো করে আসে তাঁর দ্বিতীয় সন্তান। কাপুর পরিবার থেকে বি টাউন, এ এক হইহই কাণ্ড। কিন্তু প্রথমবার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল করা থেকে বিরত থাকছেন কারিনা কাপুর এবং সাইফ আলী খান। 

প্রথম সন্তান তৈমুর আলি খান পতৌদির নাম জন্মের কিছুক্ষণ পর  ঘোষণা করার পর দেশজুড়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। অত্যাচারী তুর্কি যোদ্ধার নামের সঙ্গে তৈমুরের নাম মিলে যাওয়ায়, নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন কারিনা, সাইফ। 

সম্প্রতি সংবাদমাধ্যমে কারিনার বাবা রণধীর কাপুর জানান, বেবোর দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে জে। তবে তিনি সম্পূর্ণ নামটি বলেননি বলেই সন্দেহ সকলের। তবে জে নাম থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। করিনার দ্বিতীয় সন্তানের নাম ঘোষণার পরেই টুইটার থেকে ফেসবুক বিভিন্ন যোদ্ধাদের নামের সঙ্গে মিলিয়ে তুলনা করা হচ্ছে। কেউ বলছেন জাহাঙ্গির, তো কারও মতে জলালউদ্দিন মুহম্মদ আকবরের নামের সঙ্গে হয়তো মেলানো হয়েছে দ্বিতীয় সন্তানের নাম। মশকরা, ঠাট্টা থেকে যোদ্ধাদের সঙ্গে সন্তানদের নামকরণ নিয়ে হাসির রোল উঠিয়েছেন নেটিজেনরা। 

এর মধ্যেই অনেকে লিখেছেন, পার্শি ভাষায় জে শব্দের অর্থ আগমন। যদিও করিনা, সইফ, সোহা আলি খান, শর্মিলা ঠাকুর, বা করিশ্মা কাপুর কেউই কোনও মন্তব্য করেননি এই বিষয়ে। কিন্তু তারকা দম্পতির বিনা মন্তব্যের পরেও বিতর্ক যেন অন্য পর্যায়ে পৌঁছেছে। তা সত্ত্বেও পাঁচ মাসের একরত্তিকে নিয়ে নেটিজেনদের এই কটাক্ষের পাল্টা সমালোচনা করেছেন বহু মানুষ। 

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!