• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পিরিয়ড কালীন ছবি দিয়ে বোঝালেন অন্তঃসত্ত্বা নন সোনম


বিনোদন ডেস্ক জুলাই ২২, ২০২১, ০৯:৫৯ পিএম
পিরিয়ড কালীন ছবি দিয়ে বোঝালেন অন্তঃসত্ত্বা নন সোনম

ছবি : সোনম কপুর

ঢাকা : সোনম কপুর কি অন্তঃসত্ত্বা? লন্ডন থেকে মুম্বই ফেরার পর থেকেই এই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউডপাড়ায়। তার পোশাক পরার ধরন দেখে অনেকের সন্দেহ হয়েছিল।

বিমানবন্দরে অনিল কপুরের সঙ্গে মেয়েকে ফ্রেমবন্দি করেছিলেন পাপারাৎজিরা। সেই ভিডিয়ো দেখেই সোনম অন্তঃসত্ত্বা বলে অনুমান করছে নেটাগরিকদের একাংশ। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাদের। সোনম ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন সোনম।

কিন্তু সেই বিষয়ে মুখ খোলেননি সোনম। তবে পরোক্ষনে জবাব দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিলেন অভিনেত্রী। ঋতুচক্রের প্রথম দিনের ছবি দিয়ে বোঝালেন অন্তঃসত্ত্বা নন সোনম কাপুর।

ছবির উপর লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে এক বিন্দু রক্তের চিহ্ন। তার সেই ছবি দেখে বোঝা গেছে, এই মুহূর্তে অভিনেত্রীর ঋতুচক্র চলছে। তিনি সন্তানসম্ভবা নন।

সূত্র : আনন্দবাজার

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!