• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘স্বামী অত্যাচার চুপ করে সহ্য করা যায় না’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২১, ০৩:২১ পিএম
‘স্বামী অত্যাচার চুপ করে সহ্য করা যায় না’

ছবি : টালিগঞ্জের অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান

ঢাকা : টালিগঞ্জের অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান এবার মহিলাদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়ালেন। শোনালেন ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়ানো নিজের জীবনের কথা, সিদ্ধান্তের কথা।

অভিনেত্রী-সাংসদের কথায়, দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তার মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বললেন নুসরত।

নুসরত বললেন, ‘আমার লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না। এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে।’

জীবন একটাই, তাই সমস্ত মহিলাকে নুসরতের পরামর্শ, ‘মনের আনন্দে বাঁচুন সবাই।’ যেই মহিলারা বিপদে রয়েছেন বা যাঁদের সাহায্যের প্রয়োজন, তারা যেন প্রশাসনের দ্বারস্থ হন, সেই পথও দেখালেন নুসরত। তার কথায়, ‘আমরা সকলেই তাদের পাশে রয়েছি। শুধু একটু মুখ ফুটে বলতে হবে।’

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!