• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

আবারও ন্যান্সির বিবাহ বিচ্ছেদ


বিনোদন ডেস্ক জুলাই ২৮, ২০২১, ০৫:৩০ পিএম
আবারও ন্যান্সির বিবাহ বিচ্ছেদ

ছবি : ন্যান্সির বিবাহ বিচ্ছেদ

ঢাকা : নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এক স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।বুধবার (২৮ জুলাই) বিকেল তিনটায় দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম।’

স্ট্যাটাসের শেষ লাইনে তিনি লিখেছেন, ‘বিচ্ছেদ কখনও মধুরও হয়।’

যদিও তিন মাস আগে একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, তিনি এবং তার স্বামী জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। তবে এখনও বিচ্ছেদ হয়নি। হলে সকলকে জানাবেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ন্যান্সি গণমাধ্যমকে জানান, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে।’ বুধবারের স্ট্যাটাসে ন্যান্সি আরও লিখেছেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম।’

নতুন পথে যাত্রা বলতে কি বোঝাতে চেয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন, নতুন যাত্রায় সামনে কি আছে জানি না। আমি আবার সংসার করব, নাকি করব না সেটা আগামীই বলে দেবে। কাউকে যদি আমার ভালো লাগে বা কারও যদি আমাকে ভালো লাগে, তাহলে তো নতুন করে কিছু ভাবা যেতেই পারে।’

উল্লেখ্য, এটি ন্যান্সির দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ। ২০১২ সালে প্রথম স্বামী সৌরভের সঙ্গে সম্পর্কের ইতি টানার তিনি।

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!