• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘রাজ আমায় জোর করে চুমু খায়’


বিনোদন ডেস্ক জুলাই ২৯, ২০২১, ১২:৩০ পিএম
‘রাজ আমায় জোর করে চুমু খায়’

ছবি : রাজ কুন্দ্রা এবং শার্লিন চোপড়া

ঢাকা : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্ণকাণ্ডের জন্য বলিউড পাড়া  উত্তাল হয়ে আছে। এর ভেতরে একটু ঘি ঢালার কাজটি করেছে মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া।

শার্লিন ২০১৯ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেছিলেন। সেই মামলার সময় এ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। সম্প্রতি সেই মামলার তথ্য সামনে আনে ভারতের জাতীয় সংবাদ সংস্থার সূত্রে। 

শুধু তাই নয়, শার্লিন বলেন, ‘রাজ আমায় জোর করে চুমু খেতো। সে বলেছিলেন, শিল্পার সঙ্গে তার সম্পর্কেও তাল কেটেছে।’

উল্লেখ্য, পর্নকাণ্ডে ইতিমধ্যেই শার্লিন ও পুনম পাণ্ডেকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বের আদালত।

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!