• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

কে হচ্ছেন ন্যান্সির তৃতীয় বর?


বিনোদন প্রতিবেদক জুলাই ২৯, ২০২১, ০৩:১৫ পিএম
কে হচ্ছেন ন্যান্সির তৃতীয় বর?

ঢাকা : গণমাধ্যমে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় বিয়ের খবর প্রকাশ হবার সাথে সাথে সংগীতাঙ্গনের সবাই নড়েচড়ে বসেছেন। এটি হবে তার তৃতীয় বিয়ে। কে হতে যাচ্ছেন ন্যান্সির বর? এই বিষয়টি শিল্পী আড়ালেই রেখেছেন।

তবে গতকাল বুধবার সন্ধ্যায় ন্যান্সির ভাই সানির সাথে কথা বলে জানা গেছে, মিডিয়ার সাথেই জড়িত তার বর খুব পরিচিত মুখ।

গানের ভুবনের কেউ কি? জানতে চাইলে তিনি জানান, অপেক্ষা করেন সব জানতে পারবেন।

এদিকে নিজের বিয়ে নিয়ে খুব উচ্ছ্বাসিত জনপ্রিয় এই গায়িকা। তার একটি কন্যা সন্তান রয়েছে। নাম রোদেলা। সম্প্রতি গানের ভুবনে প্রবেশ করেছেন ন্যান্সি কন্যা। মায়ের বিয়ে নিয়ে সেও খুব আনন্দিত।

এ প্রসঙ্গে রোদেলা জানান, আম্মু তার নতুন জীবন শুরু করবে। আমি খুব খুশি। বাসায় এখন বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গেছে। বিয়েতে আম্মু কি পড়বে না পড়বে এসব নিয়ে নানান প্ল্যানিং হচ্ছে।

বিয়ের প্রস্তুতি নিয়ে ন্যান্সি জানান, আমি একটু আবেগতাড়িত। প্রথম বিয়ে করেছিলাম পালিয়ে। দ্বিতীয় বিয়ে হয়েছে ঘরোয়াভাবে। বউ সাজিনি কোনোটাতেই। গায়ে হলুদও হয়নি। বিয়ের শাড়িতে কোনো ছবি নেই। এবার আয়োজন করেই বিয়ে করব। এবার আমি হাতে প্রচুর মেহেদি দেব। যতটা পারি অনুষ্ঠান করেই বিয়েটা করব।

তবে বরের নাম বলতে চাননি তিনি। শুধু এতটুকু বললেন, খুব ভালো মানুষ সে। আমাদের মিডিয়ার মানুষ। সবাই তাকে চেনেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!