• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

তারকাদের কাছে ‘বন্ধু’ মানে কী


শব্দনীল আগস্ট ২, ২০২১, ০৫:৩৬ পিএম
তারকাদের কাছে ‘বন্ধু’ মানে কী

ছবি : বন্ধু মানে কী

ঢাকা : বন্ধু কোনও রক্তের সম্পর্ক নয়, তার চেয়ে বেশি কিছু। কৃষ্ণকলির কণ্ঠে যখন ভেসে ওঠে ‘বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল/ বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বল’ তখনই বোঝা বা অনুভব করা যায় এই সম্পর্কের মানে। কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। তবুও কৌতূহল তো আর দমায় রাখা যায় না, ‘আপনার কাছে বন্ধু মানে কী’ এমনই এক প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম কয়েকজন তারকার কাছে। চলুন শুনি তাদের উত্তর- 

মীর সাব্বির

‘আমার কাছে বন্ধু মানে যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়, বিশ্বাস করা যায়। বন্ধু ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি যে কোনও বয়সেই যান না কেনও আপনার বন্ধুর প্রয়োজন হবেই। আবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর স্মৃতিগুলো বলার চেয়ে ধারণ কারা সহজ। আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে দেখবেন কতো স্মৃতি এবং কথা উঠে আসবে কিন্তু কখনো কাউকে বলতে গেলে দেখবেন স্মৃতি হাতড়াতে হচ্ছে। কোনটা থুয়ে কোনটা বলবেন তার দ্বিধায় পড়ে যাবেন আবার ঠিক মতো মনেও আসবে না। যদি মজার ঘটনা বলেন তবে তো আরও বিপদ। কারণ, বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি সময়ই মজার, আনন্দের। আর এক একটা স্মৃতি এক এক রকম। এলোমেলো রঙ্গিন লাইটের মতো। আমার এখন যে বয়স, সেই অনুসারে কিন্তু আমার বন্ধু কমও নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মজীবনের বন্ধু আছে। দেখুন সময় অনুসারে কিন্তু বন্ধুত্বের বিভিন্ন পরিচয় হতে পারে কিন্তু সম্পর্ক এক। একটা টান, যা আপনি প্রকাশ করতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন।’ 



সাবরিনা এহসান পড়শী
 
‘বন্ধুর ডেফিনিশন দিতে গেলে তো বিস্তারিত বলতে হবে। তবে বলি, একজন মানুষ তো পজিটিভ এবং নেগেটিভ মিলায়ই। এই দু’টি দিক একজন মানুষের সামনে খুব সহজে উপস্থাপন করা যায় আমার মতে সেই বন্ধু। কারণ, বন্ধুত্ব আসলে জাজ করে হয় না। সাধারণত আমি কেমন এইটা তো সকলের কাছে প্রকাশ করা সম্ভব নয়। আর কেউ প্রকাশ করতেও চায় না। মানুষ খুব দ্রুত জাজমেন্টাল হয়ে যায় কিন্তু বন্ধুত্বের ভেতর কখনও কিন্তু জাজমেন্টাল থাকে না।  আমার স্কুল, কলেজ বা ভার্সিটিতে তেমন কোনও বন্ধু ছিলো না মানে খুব কাছের কেই ছিলো না তবে আম্মু আমার বন্ধু। 

বাড়ির বাহিরে আমার তেমন বন্ধু কখনও ছিলো না তবে এখন আছে। আমার খুব কাছের দু’টি মানুষ আছে যাদের খুব জ্বালাতন করতে পারি। সকল বা দুপুর নয়, যখন ইচ্ছা তখনই জ্বালাতন করতে পারি। ধরেন হঠাৎ গভীর রাতে চা খেতে ইচ্ছা করছে বা মন খারাপ তাদের সঙ্গে গল্প জুড়ে দি। আমরা একই বিল্ডিংয়ে থাকি। লোড়া এবং সানজানার সঙ্গ খুব উপভোগ করি আমি। বলা যায় আমি যা তাই তাদের সামনে প্রকাশ করতে পারি দ্বিধা ছাড়া।’

রবি চৌধুরী
 
‘বন্ধু হওয়া অনেক বড় বিষয়। একটা কথা বলতেই হয়, বন্ধু কিন্তু সকলে হতে পারে না। এই সম্পর্কটি রক্তের চেও বেশি কারণ কি, আপনি কোনও একটি বিষয় পরিবার বা রক্তের সম্পর্কের কারও সঙ্গে শেয়ার করতে না পারলেও বন্ধুর সঙ্গে করতে পারবেন। বন্ধুর সঙ্গে কারও তুলনা করা যায় না। আমার একটি গান আছে, ‘তুমি বন্ধু হতে পারো তবে/ মনের মানুষ নয়/ যে সবার বন্ধু হয় সেতো কারো নয়...’। গানটি যে যেভাবে নিবে তার কাছে সে ভাবেই ধরা দিবে। বন্ধু কিন্তু সবসময়ই কাছের হয়। আমি যেখানেই যাই পৃথিবীর আমেরিকা বলেন, ইউরোপ বলেন বা বাড়ির কাছের কক্সবাজার বলেন বন্ধু থাকবেই। আপনি লক্ষ করে দেখবেন আমি সব সময়ই একটি কথা বলি- প্রতিদিন একটি বন্ধু বানান, শত্রু নয়।

স্টেজ প্রোগ্রামের সময়ও এই কথাটি বলি। মানুষেরে বন্ধু দরকার। বন্ধু বাড়ান, শত্রু নয়। করোনার সময় দেলোয়ার নামে আর এক বন্ধু হারিয়েছি। তাকে খুব মিস করি আমি।’

সামিনা বাশার 

‘বন্ধুর সংজ্ঞা বলেন বা ডেফিনিশন এক এক জনের কাছে এক এক রকম তবে বন্ধুত্বের বিষয়টি আমার কাছে অন্যরকম। কারণ বলি, আমি তো দেশে কম থেকেছি। যার জন্য আমার খুব ভালো বা বেস্ট ফ্রেন্ড কখনও হয়নি। আমার ফ্রেন্ড অনেক আছে। যাদের কাছে আমার কথা শেয়ার করতে পারি, মান-অভিমানও করতে পারি কিন্তু একটা বিষয় আছে না খুব কাছের। এই ধরণের অনুভূতি কখনও হয়নি। আমি যখন ইন্ডিয়াতে পড়ালেখা করতাম, তখন দেখেছি আমার ফ্রেন্ডদের বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু আমার ছিলো না। এই অভাব এখনও বোধ করি।’

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!