• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

‘পরীমনির সৌন্দর্যই ওর শত্রু’


বিনোদন ডেস্ক আগস্ট ৯, ২০২১, ০৪:১৮ পিএম
‘পরীমনির সৌন্দর্যই ওর শত্রু’

ফাইল ছবি

ঢাকা : ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরীমণি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন। বর্তমানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে পরীমনির ঘটনা। গণমাধ্যম থেকে চায়ের দোকান, সবখানেই চলছে আলোচনা। মাদক মামলায় গ্রেপ্তার এই চিত্রনায়িকা এখন আছেন রিমান্ডে। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ইতিমধ্যেই উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

পুলিশি রিমান্ডে থাকা এই অভিনেত্রীর মামলার তদন্ত করছে সিআইডি। তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। পিছিয়ে নেই তার কর্মস্থল সিনেমা অঙ্গনও। সেখানের মানুষেরাও তাকে নিয়ে সমালোচনা করছেন।

আরও পড়ুন : পরীমণি কাণ্ডে ভাইরাল মান্নার মন্তব্য!

এরই মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ইতোমধ্যে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে জীবনের সর্বোচ্চ দুঃসময় পার করছেন পরী।

আরও পড়ুন : ঈদের সময় ৩ দিন পরীর বাসায় ছিলেন সাকলায়েন

এদিকে পরীর আলোচনা যখন শীর্ষে তখন প্রশ্ন রাখলেন স্বনামধন্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ। 

আরও পড়ুন এই ধরাধামে পরীমনি নামের কাউকে দেখিনি : সিটি ব্যাংকের এমডি

স্বনামধন্য চলচ্চিত্রকারের ভাষ্য, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ার গরিব ঘরের স্মৃতি নামের মেয়েটিকে কারা পরীমনি বানিয়েছে? কারা তাকে মাদকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে? পিরোজপুরের স্মৃতি ওরফে পরীমনি ঢাকায় আসার আগে কখনো কি হুইস্কি, বিয়ার, শিভাস রিগ্যাল, রেড লেবেল, ভদকা- এসবের নাম শুনেছিলেন?’

আরও পড়ুন : পরীমণি ও চয়নিকাকে নিয়ে যা বললেন তিন্নি

গণমাধ্যমে কাজী হায়াৎ বলেন, ‘আসলে পরীর সৌন্দর্যই পরীর শত্রু। এ কারণেই বেশিরভাগ মানুষ তার সান্নিধ্যে গেছেন। তারাই তাকে বিপথে ঠেলে দিয়েছেন। তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি। তারা পরীমনির সৌন্দর্যকে সৃষ্টিশীল কাজে লাগাননি।’

আরও পড়ুন : পরীমনিকে নিয়ে নকুল কুমারের গান ভাইরাল (ভিডিও)

পরীর কোনো অভিভাবক ছিল না জানিয়ে গুণী এই নির্মাতা বলেন, ‘পরীমনিকে সুপথে গাইড দেওয়ার কেউ ছিল না। আর এই সুযোগটাই অনেকে নিয়েছেন। গেঁয়ো মেয়ে স্মৃতিকে যারা উচ্চাভিলাসী, মাদকাসক্ত বানিয়েছেন তারা আজ কোথায়? তাদের নাম প্রকাশ্যে আনা হোক। তাদের হাত বেঁধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ!’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!