• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বলিউডে শাহরুখ কন্যা!


বিনোদন ডেস্ক আগস্ট ১৯, ২০২১, ১২:৪৭ পিএম
বলিউডে শাহরুখ কন্যা!

ছবি : শাহরুখ খানের কন্যা সুহানা

ঢাকা : বলিউডের অনেক স্টার কিডস বাবা-মা পথ ধরে নাম লিখিয়েছেন ছিনেমা পাড়ায়। সে তালিকায়ে এবার নাম লিখিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা।

ছেলে আরিয়ানের আগ্রহটা পর্দার আড়ালে হলেও সুহানা খান অভিনেত্রীই হতে চান। বাবা শাহরুখ বা মা গৌরির তাতে আপত্তিও নেই। সুহানার অভিষেক হতে চলেছে বিখ্যাত পরিচালক জোয়া আখতারেরই কোনও এক ছবিতে।

এর আগে ইংরেজি একটি শর্টফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুহানা। কাজ করেছেন লন্ডনের মঞ্চেও।

শোনা গেছে, কমিক বই ‘আরচি’র বলিউডি সংস্করণ দিয়েই শুরু হবে সুহানার। তিনি ছাড়াও নাকি আরও দুই বড় তারকার সন্তানকে দেখা যাবে ওই ছবিতে। তাদের নাম অবশ্য জানা যায়নি। একদল স্কুলপড়ুয়া বন্ধুর একটি বিশেষ জার্নি নিয়ে হবে এ ছবির গল্প।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!