• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ধাক্কাধাক্কিতে পড়ে গেলেন পরীমনি!


বিনোদন ডেস্ক আগস্ট ১৯, ২০২১, ০৪:৩৩ পিএম
ধাক্কাধাক্কিতে পড়ে গেলেন পরীমনি!

ছবি : আলোচিত অভিনেত্রী পরীমনি

ঢাকা : পরীমনিকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ছিল উৎসুক জনতার ভিড়। আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড়, ধাক্কাধাক্কিতে আদালতের গারদখানার গেটে পড়েই যান মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত এই অভিনেত্রী।

পরীমনিকে আবার ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকেই আদালত প্রাঙ্গণ লোকারণ্য হয়ে যায়। পরীমনিকে দেখার জন্য কী ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি! পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

শুনানি শেষে মাদক মামলায় সিআইডির আবেদনে পরীমনিকে আরও এক দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদেশ শেষে পরীমনিকে দুপুর সোয়া ১২টার দিকে এজলাস কক্ষের কাঠগড়া থেকে লিফটে করে আদালত ভবনের অষ্টম তলা থেকে নিচে নামানো হয়। এ সময় সাংবাদিক, আইনজীবীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে গারদখানার গেটের সামনে দুই নারী পুলিশ সদস্যসহ পড়ে যান পরীমনি। এ সময় তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল।

সিএমএম আদালতের গারদখানার ইনচার্জ শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিক, আইনজীবী ও উৎসুক মানুষের ভিড়ের ধাক্কায় আমরা নিজেদের সামলাতে হিমশিম খেয়েছি। শতাধিক পুলিশ সদস্য দায়িত্বে থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের চাপ সামলাতে না পেরে কর্তব্যরত নারী পুলিশসহ তিনি পড়ে যান। তবে কোনো সমস্যা হয়নি। পরক্ষণেই সব সামলে নেয়া হয়েছে।’

পরীমনিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাবের একটি দল। পরের দিন তাকে আটকের বিস্তারিত তুলে ধরা হয়। ওই দিনই বনানী থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি।

এই মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডে পাঠান বিচারক। গত ১০ আগস্ট সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিনেত্রীকে আরও দুই দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। সেই রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!