• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চমকে উঠার মতো শাহরুখের নিরাপত্তাকর্মীর বেতন!


বিনোদন ডেস্ক আগস্ট ২৮, ২০২১, ০২:১৯ পিএম
চমকে উঠার মতো শাহরুখের নিরাপত্তাকর্মীর বেতন!

ছবি : রবির সঙ্গে শাহরুখ

তিনি শাহরুখ খানের ছায়াসঙ্গী। ‘বাদশা’-কে আগলে রাখা, তাকে রক্ষা করাই তার প্রধান কাজ। সলমন খানের দেহরক্ষী শেরার মতো না হলেও শাহরুখের নিরাপত্তার দায়িত্ব পালনকারী রবি সিংহও এই মুহূর্তে গণমাধ্যমে বেশ পরিচিত। এই পরিচিতির অন্যতম কারণ তার বার্ষিক বেতনের পরিমাণ। শাহরুখকে রক্ষা করার বিনিময়ে রবি বছরে কত টাকা বেতন পান জানেন?

খবর, প্রতি বছর শাহরুখের নিরাপত্তারক্ষী ২.৭ কোটি টাকা বেতন পান। অর্থাৎ মাস গেলে ২২ লক্ষের কিছু বেশি টাকা পান রবি। বলিউডে যে সব নিরাপত্তারক্ষীরা সব থেকে বেশি বেতন পান, রবি তাদের মধ্যে অন্যতম। শাহরুখের সঙ্গে সব সময় থাকলেও নিজেকে আলোকবৃত্ত থেকে দূরে রাখেন তিনি।

তারকাদের নিরাপত্তারক্ষী হলে ঘড়ি ধরে কাজ করার অবকাশ থাকে না। দিন হোক বা রাত, তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদেরও ছুটে বেড়াতে হয় নানা প্রান্তে। রবির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাই ‘কিং খান’-এর নিরাপত্তারক্ষীর বেতন যে অবাক করার মতোই হবে, সে কথা বলে দিতে হয় না।

সোনালীনিউজ/এসএন

 

Wordbridge School
Link copied!