• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

নতুন বিজ্ঞাপনে অপু


বিনোদন প্রতিবেদক আগস্ট ২৯, ২০২১, ০১:১৫ পিএম
নতুন বিজ্ঞাপনে অপু

ঢাকা : বাংলা চলচ্চিত্রের কুইন বলা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা।

বড়পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অপু।

এসএমসি’র বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। শনিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে একটি স্টুডিওতে এর দৃশ্যধারণ করা হয় বলে জানান অপু।

অপু বলেন, ‘সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি। এসএমসির এই বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই কাজটি করছি। এর মাধ্যমে মানুষের সচেতন হওয়ারও সুযোগ আছে।’

সম্প্রতি অপু বিশ্বাস ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!