• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

‘চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্’


শব্দনীল সেপ্টেম্বর ১, ২০২১, ০৫:০২ পিএম
‘চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্’

ঢাকা : পাত্র অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান পান-চিনির পালা শেষ। শুধু বাকি কবুল’ বলা। এখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে অপূর্বর দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।

এই পোস্টে তিনি লিখেছেন- চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্... Best wishes for the newly wedded’

এর পর থেকে ভক্তদের মাঝে রহস্যের দানা বাধঁতে শুরু করে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কি নাজিয়া এবং অপূর্বর ৯ বছরের সংসার ভাঙার কারন যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান!  

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২০২০ সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামে একটি পুত্রসন্তান আছে।

Wordbridge School
Link copied!