• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
অনুপম খেরের জবাব

তিন খানের মধ্যে কে দক্ষ অভিনেতা?


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৪, ২০২১, ০২:৪০ পিএম
তিন খানের মধ্যে কে দক্ষ অভিনেতা?

ঢাকা : নিজের শো ‘জিন্দগি কা সফর’ নিয়ে ব্যস্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। যুক্তরাষ্ট্রে শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন এখন।

সেই শোয়ের কাজে শুক্রবার লস এঞ্জেলস থেকে নিউইয়র্কে বিমানযোগে পাড়ি জমান তিনি। আর বিমানে বসে সময়টা উপভোগ করতে নিজের টুইটার হ্যান্ডলে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এ সময় ক্যানসার আক্রান্ত সহধর্মিণী কিরণ খেরের শারীরিক অবস্থার কথা জানান ভক্ত-অনুরাগীদের।

প্রশ্ন-উত্তর পর্বেই এক ভক্ত এমন এক প্রশ্ন করেন, তাতে বিব্রত বোধ করেন অনুপম খের। অবশ্য বুদ্ধি করে সেই প্রশ্নের এমন জবাবই দেন তিনি, যাতে আর সমস্যায় পড়তে হয়নি তাকে।

সেই ভক্ত তাকে প্রশ্ন করেন, শাহরুখ খান, সালমান খান এবং আমির খান- এই তিন খানের মধ্যে অভিনয় দক্ষতার বিচারে কাকে সব থেকে উপরে রাখবেন? কে ভালো অভিনেতা?

বলিউডের তিন প্রভাবশালী অভিনেতাকে নিয়ে এমন প্রশ্নের কোনোরকম বিতর্কের সুযোগ দেননি অনুপম খের। পাশ কাটিয়ে অনুপম বলেন, তিন ‘খান’-কেই অভিনেতা হিসেবে সমান সম্মান করি। তাদের নিয়ে কোনোদিন তুলনা করিনি, করবও না। তাদের মধ্যে তুলনা করতে বা তাদের বিচার করার পক্ষপাতী নই আমি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!