• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

হাসপাতালের সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:২০ পিএম
হাসপাতালের সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ

ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী এবং অভিনেত্রী ডেইজি আহমেদ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

তার মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, 'আম্মু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তখন তেমন সমস্যা দেখা দেয়নি। সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সিসিইউতে আছেন। আম্মুর জন্য সবাই দোয়া করবেন।'

ডেইজি আহমেদ অভিনয়ের পাশাপাশি একজন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও সমাদৃত। বুলবুল আহমেদের সংসারে তিনি তিন সন্তানের মা। তার এক পুত্র শুভ ও দুই কন্যা তিলোত্তমা এবং ঐন্দ্রিলা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!