• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সন্তানের বাবা কে, সরাসরি জানালেন নুসরাত 


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২১, ০৩:১৯ পিএম
সন্তানের বাবা কে, সরাসরি জানালেন নুসরাত 

ঢাকা: মা হয়েছেন নুসরাত জাহান। ছেলের জন্মের পরের দিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছেন সন্তানের নাম রেখেছেন ‘ঈশান’। সন্তানের নাম অকপটে জানিয়ে দিলেও তার বাবার নাম কিন্তু এখনো আড়ালেই রেখেছেন কলকাতার এই সাংসদ অভিনেত্রী।

তাই চারদিক থেকে প্রশ্ন উঠছে, নুসরাতের সন্তানের বাবার নাম কী?

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে মাহিয়া মাহি!

বুধবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে গিয়েও এই প্রশ্নের মুখোমুখি হন নুসরাত। তবে তিনি সেটা এড়িয়ে যাননি। খানিক হেসে উত্তর দিয়েছেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভাল সময় কাটাচ্ছি।’

এই কথা মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যশই তার সন্তানের বাবা।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি

এর আগে নুসরাতকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তারই এক ফ্যানপেজ। সেখানে নুসরাত এবং যশের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছিল। বিবরণীতে লেখা হয়েছিল, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেছা।’

ফ্যানক্লাবের বক্তব্য, এখনও নুসরতের সদ্যোজাতর ছবি প্রকাশ্যে না আসায় ‘যশরত’-এর নানা মুহূর্ত তুলে ধরে তাদের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

আরও পড়ুন: সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

নুসরাত নিজে এই ভিডিওকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনেছিলেন। অনেকেই মনে করছেন, কোনো শব্দ খরচ না করে এভাবেই যশকে নিজের সন্তানের জনক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!