• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিয়ে করছেন হুমায়রা হিমু


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:৪৬ পিএম
বিয়ে করছেন হুমায়রা হিমু

ফাইল ছবি

ঢাকা: ইদানিং শোবিজ জগতে চলছে বিয়ের ধুম। অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীই সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন। সেই তালিকায় যোগ হচ্ছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুও।  

পরিবারও তার জন্য পাত্রের সন্ধান করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি’

হিমু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’

আরও পড়ুন : ৪২ বছরে এসে পাত্র খুঁজছেন পপি

শোবিজ অঙ্গনে পারস্পরিক সম্পর্কের বিষয়ে হিমু বলেন, ‘যতদিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তা ছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’

বর্তমানে ‘চাপাবাজ’, ‘বাকেরখনি’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানান রঙের মানুষ’ প্রভৃতি নাটক নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। ‘তোরে কত ভালোবাসি’ শিরোনামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। সাওতালদের নিয়ে গড়ে উঠেছে এর গল্প। দেওয়ান নাজমুল পরিচালিত এ চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!