• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি’


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২১, ১১:৪৭ এএম
‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি’

মোশাররফ করিমের সঙ্গে অভিনেত্রী মৌরি সেলিম

ঢাকা : ছোটপর্দার অভিনেত্রী মৌরি সেলিম ধর্মে-কর্মে মন দেওয়ার জন্য এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি। এর আগে এই উদ্দেশ্যে তিন জন মডেল ও অভিনেত্রী ধর্মে কর্মে মন দেয়ার জন্য অভিনয় ছাড়েন।

মৌরি বলেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি!’

তিনি বলেন, ‘আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।’

অভিনেত্রী মৌরি সেলিম

তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাস।’

তাহলে এখন মৌরি কী করবেন? অভিনেত্রী জানান, তিনি ধর্মে-কর্মে মন দেবেন। তাদের পারিবারিক বায়িং ব্যবসা রয়েছে। সেটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবেন। মৌরি সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন। 

এর আগে অভিনেত্রী-মডেল সুজানা জাফর, এ্যানি খান এবং উপস্থাপক আমব্রিন ধর্মে-কর্মে মন দিতে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!