• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভক্তদের চোখে এখন যশ ভিলেন


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৫:১৮ পিএম
ভক্তদের চোখে এখন যশ ভিলেন

ছবি : যশ দাশগুপ্ত

ঢাকা : নুসরাত জাহানের ছেলের বাবা যশ দাশগুপ্ত। এ খবর সামনে আসতেই মনে আঘাত পেয়েছেন যশের ভক্ত-অনুরাগীরা। এ টালি অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতেই পারেন না। ‘যশরত’কে নিয়ে একের পর এক বিতর্ক চলা অবস্থাতেই নানা পোস্টে সে কথা জানিয়েছেন ভক্তরা।

এদিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথাও অনেকেই ভাবতেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের বাবার নামের জায়গায় যশের নাম দেখেই বৃহস্পতিবার যশকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানায় তার অনুরাগীরা।

এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবির নিচে হ্যাশট্যাগ ব্যবহার করে বড় অক্ষরে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার অনুরোধ জানানো হয়েছে সেই পোস্টে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!