• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শখের বেবি বাম্প 


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৫:৩৫ পিএম
শখের বেবি বাম্প 

ছবি : প্রকাশ্যে বেবি বাম্প 

ঢাকা : সব জল্পনা-কল্পনার পর বিয়ের ঘোষণার আগেই সন্তানের মা হওয়ার খবর জানান জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার প্রকাশ্যে দেখা গেলো শখের বেবি বাম্প। বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন শখ।

শখ-নিলয়ের প্রেম, বিয়ে পুরনো খবর। সেই সংসার ভেঙেছে- এই খবরও সবার জানা। এর কিছুদিন পরেই শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। চলতি মাসে শখ নিজেই অন্তঃসত্ত্বার বিষয়টি সবাইকে জানান। সে সময় এ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এ দিকে জানা যায়, গত বছর ১২ মে পারিবারিক আয়োজনে শখের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। দ্বিতীয় বিয়ের খবর মিডিয়ায় প্রকাশ করেননি শখ। 

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!