• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ


মানিকগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২১, ০২:৪৬ পিএম
মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

মানিকগঞ্জ : প্রখ্যাত বাউল সাধক মধুবয়াতির স্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

উজালা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যাওয়া হয় তাকে৷ অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উজালা বেগমের দাফন আজই সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মো: মামুন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো: নুরুজ্জামানসহ সকল সাংবাদিকবৃন্দ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!