• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সাহসী পোশাকে পার্নো মিত্র


বিনোদন ডেস্ক অক্টোবর ২, ২০২১, ০২:৫৮ পিএম
সাহসী পোশাকে পার্নো মিত্র

ছবি : অভিনেত্রী পার্নো মিত্র

ঢাকা : ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত পার্নো মিত্র। চনমনে অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখলে নিত্যদিন নতুন পোস্ট দেখা যায়। সম্প্রতি এই অভিনেত্রীর মেজাজ ছিল ‘সান কিসড’। 

সামাজিক মাধ্যমে খোলামেলা দুধসাদা পোশাকে ধরা দেন পার্নো। এককথায় সামাজিক মাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। ছবিতে ভালোবাসা জানাতে দেখা গেছে পার্নোর বন্ধু ইশা সাহা এবং বিদিতা বাগ সহ ইন্ডাস্ট্রির অন্যান্যদের। নেটিজেনের চোখ ছানাবড়া অভিনেত্রীর সাহসী পোস্ট দেখে।

আরও পড়ুন - অর্ষার পরিবর্তে পরীমনি, কারণ জানালেন নির্মাতা

শীঘ্রই পার্নোকে রাজ চক্রবর্তী পরিচালিত পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’এ দেখা যাবে। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি। ছবিতে আরও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র এবং সোহম। ‘ধর্মযুদ্ধ’ ইসমাইলপুরের একটি ছোট শহরকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে।

তথসূত্র - বাংলা
সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!