• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

কপিলকে মালাইকার প্রশ্নে হেসে খুন দর্শক 


বিনোদন ডেস্ক অক্টোবর ২, ২০২১, ০৬:৫৯ পিএম
কপিলকে মালাইকার প্রশ্নে হেসে খুন দর্শক 

ঢাকা: সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন মালাইকা অরোরা, টেরেন্স লুইস এবং গীতা কপূর। তাদের নাচের নতুন অনুষ্ঠানের প্রচার করতেই মূলত এসেছিলেন তিন তারকা। সেখানেই কপিলের সঙ্গে মালাইকার খুনসুটি ধরা পড়ে ক্যামেরায়।

আরও পড়ুন: অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন নাগা-সামান্থা

নতুন অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা বলেন, ‘আমাদের অনুষ্ঠান একটা নির্দিষ্ট মরসুম ধরে চলে। আমরা খানিক অবকাশও পাই।’ এর পরেই খুনসুটি করে কপিলকে মালাইকার প্রশ্ন, ‘তুমি তো সারা বছর কাজ করো। তা হলে এ সব করার সময় কখন পাও?’

আরও পড়ুন: সাহসী পোশাকে পার্নো মিত্র

‘এ সব’ বলতে মালাইকা ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে কথা স্পষ্ট করে দেন গীতা কপূর। তিনি বলেন, ‘মালাইকা জানতে চাইছে, বাবা হওয়ার সময় পাও কী করে?’

আরও পড়ুন: অর্ষার পরিবর্তে পরীমনি, কারণ জানালেন নির্মাতা

কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন! রসিকতা করে তিনি বললেন, ‘আমাদের অনুষ্ঠান তো সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত চলে। এর পর সিআইডি চালিয়ে দেওয়া হয়। তখনই সময় পেয়ে যাই।’ কপিলের এই উত্তর শুনে হাসি থামিয়ে রাখতে পারেননি অতিথি থেকে দর্শকরাও।

আরও পড়ুন: অপু বিশ্বাস নয় জায়েদের বিপরীতে শ্রাবন্তী

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!