• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র 


বিনোদন ডেস্ক অক্টোবর ৩, ২০২১, ১১:৫৬ এএম
মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র 

ছবি : শাহরুখ খান এবং ছেলে আরিয়ান খান

ঢাকা : বলিউডের কিং খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

শনিবার (২ অক্টোবর) মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। আটক ১০ জনের মধ্যে শাহরুখপুত্র আরিয়ানও রয়েছেন।

তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে। এনসিবির কর্মকর্তারা জানান, ক্রুজটিতে রেভ পার্টি চলছিল। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও ছিলেন সেখানে। পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে উঠেন এনসিবির গোয়েন্দারা। পার্টিতে নেশারত অবস্থায় ওই ১০ জনকে হাতেনাতে ধরে ফেলেন তারা। পার্টি থেকে কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!