• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভিভিআইপি হওয়ায় বিনামূল্যে মাদকপার্টিতে শাহরুখপুত্র


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২১, ১২:৪৮ পিএম
ভিভিআইপি হওয়ায় বিনামূল্যে মাদকপার্টিতে শাহরুখপুত্র

ঢাকা : মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা। আরিয়ান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন।

তিনি জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় ব্যায়বহুল মাদক পার্টিতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয়নি তাকে। ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দু'জন নারীও। তারা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন - মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র 

এনসিবি সূত্রে খবর, পার্টিতে যারা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, জামিনও পেতে পারেন তারা। কিন্তু সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন - সাহসী পোশাকে পার্নো মিত্র

পুলিশ বলছে যে পরিমাণ মাদক সেখান থেকে পাওয়া গেছে গ্রেফতার করার জন্য তা যথেষ্ট।

ইতিমধ্যেই মুম্বাইয়ে এনসিবির দফতরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরও।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!