• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৪ বছর ধরে মাদক সেবন করেন শাহরুখপুত্র


বিনোদন ডেস্ক অক্টোবর ৪, ২০২১, ১২:৫৭ পিএম
৪ বছর ধরে মাদক সেবন করেন শাহরুখপুত্র

ঢাকা : বাবা শাহরুখ খানের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলার সুযোগ পেলেন আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গেছে।

এনসিবি সূত্রে খবর, কর্মকর্তারা জেরা করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের তারকা সন্তান আরিয়ান। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন।

সোমবার (৪ অক্টোবর) তাকে ফের আদালতে তোলা হবে। আজই তার জামিনের জন্য আবেদন করা হবে।

বিলাসবহুল ক্রুজ ক্রডেলিয়ায় তিনদিনের মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়। ক্রে আর্ক নামে ওই অনুষ্ঠান আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়া। বলিউড, ফ্যাশন ও বাণিজ্য জগতের বহু তারকা ওই অনুষ্ঠানে অংশ নেন। সেই পার্টিতেই আমন্ত্রিত ছিলেন শাহরুখপুত্র আরিয়ান।

এদিকে প্রমোদতরীতে যে রেভ পার্টির আয়োজন হয়েছে তা প্রায় সপ্তাহদুয়েক আগেই খবর পায় এনসিবি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রীর ছদ্মবেশে বিলাসবহুল ক্রুজে চড়ে বসেন কর্মকর্তারা। মুম্বাই থেকে গোয়াগামী ওই ক্রুজে মাদক সেবন শুরু হওয়ার পরই আটক করা হয় মোট ১০ জনকে।

এই ঘটনায় শনিবার রাতভর আরিয়ানকে জেরা করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রবিবার আরিয়ানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : অবশেষে গ্রেফতার হলেন শাহরুখপুত্র

এনসিবি সূত্রে খবর, আরিয়ানের ক্যামেরার লেন্সের কৌটোর মধ্যে থেকে মাদক পাওয়া গেছে। তার কাছ থেকে ১৩ গ্রাম কোকেন ও ২১ গ্রাম চরস বাজেয়াপ্ত করা হয়েছে।

তারকাপুত্র হলেও আরিয়ান বাড়তি কোনও সুযোগ-সুবিধা পাবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন এনসিবি কর্মকর্তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!