• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দুঃসময়ে শাহরুখের পাশে সালমান


বিনোদন ডেস্ক অক্টোবর ৪, ২০২১, ০২:০৮ পিএম
দুঃসময়ে শাহরুখের পাশে সালমান

ঢাকা : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর মধ্যরাতে তার বাসায় যান বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।

রোববার (৩ অক্টোবর) শাহরুখের বাড়ি মান্নাতের গেট দিয়ে সালমান খানকে প্রবেশ করতে দেখা যায়। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে শাহরুখের বাড়িতে যান সালমান।

একটি কালো রঙের টি শার্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল টুপি। কারও সঙ্গে কোনো কথা না বলেই সোজা ভেতরে ঢুকে যান ‘দাবাং’ তারকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর একটি মাদকপার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। আরিয়ানের সঙ্গে আরো সাতজনকে গ্রেফতার করা হয়। প্রোমদতরীর ওই মাদকপার্টিতে ছিলেন তারা সবাই।

এরপরই শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা যায় সালমান খানকে। আরিয়ান গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেও শাহরুখ খানকে বাসা ছেড়ে তার আইনজীবীর বাসার দিকে যেতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সালমান। পেশাগত বন্ধুত্বের পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও বহুদিনের। তাই সব কাজ ফেলেই ছুটে এসেছেন দুঃসময়ে শাহরুখ-গৌরীর পাশে দাঁড়াতে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!