• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আইসিইউতে গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ


বিনোদন ডেস্ক অক্টোবর ৪, ২০২১, ০৫:৩৩ পিএম
আইসিইউতে গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ

ছবি : গুরুতর অসুস্থ গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ

ঢাকা : গুরুতর অসুস্থ গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ। শুক্রবার (১ অক্টোবর) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয়েছে। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। গতকাল রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ।

তিনি জানান, মাহমুদ সাজ্জাদের করোনা রেজাল্ট পজিটিভ আসার পর গত ১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথম দিকে তার অবস্থা স্বাভাবিক ছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। অবশ্য পরবর্তীতে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু তার শারীরিক জটিলতা কাটেনি। তাই পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।

বড় ভাই মাহমুদ সাজ্জাদের সুস্থতার জন‌্য দেশবাসী ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের কাছে দোয়া চেয়েছেন ম হামিদ।

উল্লেখ্য, জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলেসহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ পরিচিতি পান।

এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। 

৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’ ও ‘জনক’সহ বেশ কিছু নাটকে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!