• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শাহরুখপুত্রের সঙ্গে গ্রেফতার কে এই নারী


বিনোদন ডেস্ক অক্টোবর ৫, ২০২১, ০৩:৫৯ পিএম
শাহরুখপুত্রের সঙ্গে গ্রেফতার কে এই নারী

মুনমুন ধামেচা ও আরিয়ান খান। ছবি: সংগৃহীত

ঢাকা : বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে গ্রেফতার হয়েছেন তার বান্ধবী মুনমুন ধামেচা। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ায় আরিয়ানের সঙ্গে আলোচনায় চলে এসেছে মুনমুনের নাম। তিনি দিল্লির সেরা মডেলদের একজন। একটি বড় ব্র্যান্ডের মডেলিং করে পরিচিতি পেয়েছেন তিনি।

ক্রুজে পার্টি করতে গিয়ে ধরা পড়ার পর আরিয়ানের লেন্সের বাক্স থেকে মাদক উদ্ধার করেছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এছাড়া মুনমুনের স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা মাদকও খুঁজে বের করেছে সংস্থাটি।

শাহরুখপুত্রের সঙ্গে বারবারই উঠে আসছে মুনমুনের নাম। তার সঙ্গে আরিয়ানের ‘ঘনিষ্ঠ বন্ধুত্ব’ রয়েছে বলেও গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল হওয়ায় বলিউড তারকাদের সঙ্গেও তার ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন।  

এনসিবির জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।

এদিকে সোমবার (৪ অক্টোবর) আরিয়ানের সঙ্গে মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টকে আদালতে হাজির করা হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাদের হেফাজত চেয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আদালতে নেওয়ার আগে তাদের তিনজনের মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সঙ্গে করোনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সোয়াব স্যাম্পেলও।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!