• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাজলকে মোটেই পছন্দ নয় ছোট শাহরুখপুত্রের 


বিনোদন ডেস্ক অক্টোবর ১৮, ২০২১, ০১:২৩ পিএম
কাজলকে মোটেই পছন্দ নয় ছোট শাহরুখপুত্রের 

ঢাকা : কাজলের সঙ্গে শাহরুখ খানকে একদম পছন্দ করে না কনিষ্ঠ পুত্র আব্রাম। তাকে দেখলেই নাকি তেলে-বেগুনে জ্বলে ওঠে। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন স্বয়ং কিং খান। কিন্তু ছোট্ট আব্রামের অপছন্দের তালিকায় হঠাৎ কাজল সামিল হলেন কী ভাবে?

এ সবের জন্যই দায়ী রোহিত শেট্টি। যত কেলেঙ্কারি, সব তার ছবির শ্যুটেই। ‘দিলওয়ালে’ ছবির একটি দৃশ্যে শাহরুখকে চোট পেতে দেখা যায়। তখনও বাস্তব এবং ছবির মধ্যে ফারাক করতে শেখেনি আব্রাম। 

সে ভেবেই বসে, ছবির নায়িকা কাজলের জন্যই তার বাবা চোট পেয়েছেন। শাহরুখ বলেন, “ও কাজলের উপর রেগে গিয়েছিল।” রাগ সামলাতে না পেরে কাজলকে আব্রাম বলেই বসে, “পাপা টুট গয়ে!” এর পরেই হাসতে হাসতে ‘ভেঙে যাওয়া বাবা’ বলে ওঠেন, “আমি জানি আমার সঙ্গে কাজলের জুটিটা আব্রাম পছন্দ করেনি।” 

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!