• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

পরীর জন্মদিনকে এবার রাঙ্গাবে লাল-সাদা 


বিনোদন ডেস্ক অক্টোবর ২১, ২০২১, ১২:৫০ পিএম
পরীর জন্মদিনকে এবার রাঙ্গাবে লাল-সাদা 

ছবি : চিত্রনায়িকা পরীমনি

ঢাকা : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি প্রতি বছর জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে থাকেন। আয়োজন ঘিরে থাকে নানা চিন্তা-ভাবনাও। প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করেন তিনি। আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনেই জন্মদিনের অনুষ্ঠানে আসেন।

আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। আর এবার পরীর জন্মদিনের ড্রেসকোড লাল-সাদা এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা। তার ভাষ্য, ‘এবার জন্মদিনের থিম লাল-সাদা ঠিক করেছি। সুতরাং এবারের জন্মদিনের অতিথিদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।’

এর আগে, গত বছর পরীর জন্মদিনের ড্রেসকোড ছিল সবুজ।

এদিকে, পরী বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এতে তার নায়ক শরিফুল রাজ। এরপরই তিনি অংশ নেবেন ‘প্রীতিলতা’র শুটিংয়ে। আরও অংশ নেবেন ‘বায়োপিক’ ও ‘মা’ শিরোনামের ২টি সিনেমায় শুটিংয়ে। আর মুক্তির অপেক্ষায় আছে পরীর ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের দুটি সিনেমা।

সোনালীনিউজ/এসএন

 

Wordbridge School
Link copied!