• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আজ পরীর জন্মদিন 


বিনোদন ডেস্ক অক্টোবর ২৪, ২০২১, ১২:৫৫ পিএম
আজ পরীর জন্মদিন 

ছবি : জনপ্রিয় নায়িকা পরীমনি

ঢাকা : ঢালিউডের আলোচিত জনপ্রিয় নায়িকা পরীমনি।  ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় ২০১৫ সালে অভিষেক হয় তার। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল ’, ‘বিশ্বসুন্দরী’ সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।

সম্প্রতি নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- এ শুটিং করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। হাতে আছে ‘প্রীতিলতা’সহ আরও কিছু সিনেমার কাজ। আজ এই ঢাকাইয়া নায়িকার জন্মদিন।

এবার পরীমনির সাদা-লালের জন্মদিন। অর্থাৎ পরীমনির জন্মদিন উদযাপনে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে যারা পুরুষ তাদের সাদা রঙের পোশাক এবং নারীদের লাল রঙের পোশাক পরে আসতে বলেছেন পরী।

প্রতিবছরের মত এবারও বিশেষভাবে দিনটি কাটানোর পরিকল্পনা করেছেন নানা কারণে আলোচনা-সমালোচনায় থাকা এ নায়িকা। বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গেও জন্মদিন উদযাপন করবেন পরী। সন্ধ্যায় রাজধানীর এক পাঁচতারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!