ঢাকা : ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন কলকাতায়। আর এই খবর তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি।
কলকাতায় পৌঁছেই চেক ইন দিয়ে পরীমনি লিখেছেন ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। সঙ্গে জুড়ে দিয়েছেন সেলফি। সেই সেলফিতে হলুদ-কালো রঙের পোশাকে দেখা মিলল পরীর। নিজের ছবির সঙ্গে সঙ্গে যুক্ত করেছেন হোটেলের ছবিও। ছবিতে পরীর সঙ্গে দেখা গেছে আরো একজনকে। তবে তার কোনো পরিচয় জানাননি তিনি।
এদিকে পরীমনি হঠাৎ কেন কলকাতায় গেলেন সে বিষয়ে কিছুই জানাননি। তবে পরীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, চিকিৎসা করাতেই কলকাতা পাড়ি জমিয়েছেন এই নায়িকা।
গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীমনি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার কিছুদিন পরই মাদক মামলায় গ্রেপ্তার হন পরী। এরপর গত ৩১ সেপ্টেম্বর মুক্তি পেলে তার। গত ২৪ অক্টোবর জমকালো আয়োজনে জন্মদিন পালন করেও আলোচনায় এসেছেন তিনি।
সোনালীনিউজ/এমটিআই