• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান-রণবীর


বিনোদন ডেস্ক নভেম্বর ১৪, ২০২১, ০৩:৪৭ পিএম
ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান-রণবীর

ঢাকা : বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্যাটরিনার বিয়ে। এই নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা বিয়ে আসছেন সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।

এদিকে সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেন ক্যাটরিনা; কিন্তু তাদের প্রেম সফল পরিণতি পায়নি। অবশেষে ভিকির সঙ্গে ক্যাটরিনার প্রেমই গড়াচ্ছে বিয়ে পর্যন্ত।

এরই মধ্যে শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার। ‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বলিউড তারকারা; কিন্তু দাওয়াত পাচ্ছেন না সালমান ও রণবীর।

আনন্দবাজারের তথ্য মতে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

তবে তালিকায় নেই ক্যাটরিনার দুই সাবেক প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম। ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!