• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ক্যাটরিনা-ভিকির বিয়ে, গোপনে সালমানের দেশত্যাগ


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১১, ২০২১, ০৪:০৪ পিএম
ক্যাটরিনা-ভিকির বিয়ে, গোপনে সালমানের দেশত্যাগ

ঢাকা : বলিউড তারকা ক্যাটরিনা কাইফের বিয়ের ডামাডোলের মধ্যেই মুম্বাইয়ের বিমানবন্দরে সালমান খানের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। প্রাক্তন প্রেমিকার বিয়েতে হাজির হওয়া নিয়ে জল্পনার মধ্যেই সৌদি আরব উড়াল দিলেন ‘ভাইজান’।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিন সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। এর ঠিক তখনই গোপনে দেশ ছেড়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান।

সালমান খান নিজ হাতেই ক্যাটরিনার বলিউড ক্যারিয়ার গড়ে দিয়েছেন। তারই ছত্রছায়াতে ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। রণবীর-ক্যাটরিনার মন ভাঙার পরেও নায়িকাকে সামলেছিলেন সালমান।

ক্যাটরিনার সঙ্গে খানের পারিবারিক সখ্যও কম নয়, তবুও নায়িকার বিয়েতে আমন্ত্রণ পাননি খান পরিবারের কোনও সদস্য। অর্পিতা খান শর্মা, নিজের মুখে জানিয়েছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের নেমন্তন্ন আসেনি।

বৃহস্পতিবার কলিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হন সালমান খান। এদিন তিনি উড়াল দিলেন সৌদি আরবের রিয়াদে। শুক্রবার এই শহরেই ‘দাবাং ২’র  ট্যুর রিলোডেড কনসার্টে পারফর্ম করবেন তিনি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, এয়ারপোর্টে উপস্থিতির সামনে সালমান হাত নাড়েন, হাসিমুখে পোজও দেন। তবুও তার সেই হাসির পেছনে যেন চাপা ব্যথা।

অনুরাগীরা বলছেন, ‘খুব খারাপ লাগছে সালমানের জন্য’। কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা সালমানকে নিমন্ত্রণ পর্যন্ত করল না!’

অনেক সালমান ভক্ত রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ করেছেন ক্যাটরিনাকে। সালমানের স্টারডমকে ব্যবহার করে বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করেছেন ক্যাটরিনা অথচ আজ সালমনকে ভুলে গেছেন, এমনটাই লিখেছেন নেটিজেনরা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!