• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শ্বশুরের সঙ্গে ক্যাটরিনার নাচ ভাইরাল


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২১, ১১:৫৩ এএম
শ্বশুরের সঙ্গে ক্যাটরিনার নাচ ভাইরাল

ঢাকা : ভিক্যাট শতকোটি রুপিতে তাদের বিয়ের ভিডিও ও ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। তাই শুরু থেকেই চির গোপনীয়তা।

তবে এতো রাখঢাকের পরও বিয়ের দিনই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টগ্রামে বিয়ের ছবি দিয়েছেন দুজনই। এরপর একে একে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান হলুদ ও মেহেন্দির ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিক্যাট। রোববার মেহেন্দি উৎসবের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। সেখানেই একটি তাকে শ্বশুর স্যাম কৌশলের সঙ্গে নাচতে দেখা গেছে।

ক্যাটরিনার শ্বশুর স্যাম কৌশলও ইনস্টাগ্রামে ভিক্যাটের বিয়ে ও হলুদের ছবি পোস্ট করেছেন।  স্যাম বলিউডের একজন অভিজ্ঞ স্টান্ট কোঅর্ডিনেটর এবং অ্যাকশন ডিরেক্টর। বেশকিছু পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা অভিনীত ফ্যান্টম সিনেমাতেও কাজ করেছেন স্যাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!